বগুড়ায় কোল্ডষ্টোর থেকে ১ লাখ ডিম উদ্ধার
বগুড়া অফিস: বগুড়ায় কোল্ডষ্টোর থেকে অবৈধ ভাবে মজুদ করে রাখা ১ লাখ ডিম উদ্ধার করা হয়েছে। ১৮ মে শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপহাট এলাকায় ‘সাথী কোল্ড স্টোরেজ-২’ নামে একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে এই ডিম গুলো উদ্ধার করে সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী। অবৈধ ভাবে মজুদ রাখায় কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় কোল্ডস্টোরের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং একই সাথে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করা হয়। এছাড়াও অবশিষ্ট ডিম অতিদ্রæত বাজারজাত করার জন্য বলা হয়। অভিযানে সহযোগিতা করেন বগুড়া সদর থানা পুলিশ ফোর্স ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা।