জয়পুরহাটে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন
অনলাইন ডেস্কঃ
অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায়, শিল্পকলার অডিটোরিয়ামে শনিবার ( ২৫ মে ) বৈকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। তবে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা শিল্পকলা একাডেমীর কালচারার অফিসার মাহাতাব হোসেন সহ সাংস্কৃতিক ব্যক্তিরা। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীর উপরে নানা রকম আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও শিশু শিল্পীদের পুরস্কৃত করা হয়।