জয়পুরহাটে মতবিনিময় সভা ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা বলেছেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকার গ্রামীন জনপদে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরো উন্নত করছে। তাই গ্রামের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরো মনযোগী হতে হবে।বৃহস্পতিবার সকালে জয়পুরহাট ২৫০ সয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে চিকিৎসকদের সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারকের সভাপতিত্বে এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন সহ হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী জয়পুরহাট জেনারেল হাসাপাতাল সহ পাঁচবিবি উপজেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন।