কালাইয়ে নানা আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ কালাইয়ে “শিক্ষা বান্দব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এ প্রতিপাদ্য সামনে নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দিবস ২০২৪ পালিত। গত রবিবার (২৬মে)সকাল১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান। দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।পরে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, থলধনুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা, মাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, পুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতি রানী,বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও বাকরা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ প্রমুখ।এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।