দ্বিতীয় ধাপে বগুড়ার তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
বগুড়া অফিস: দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলায় পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। তিনি আনারস প্রতীকে ৩৯ হাজার ৮৩২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রাসেদুল ইসলাম রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১২৮ ভোট। দুপচাঁচিয়ায় উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক প্রামানিক আনারস প্রতীকে ২০ হাজার ৪২৯ ভোট পেয়েছেন। কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ পুনঃরায় আনারস প্রতীকে ৩৮ হাজার ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৪৬ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করা হয়। এর আগে এদিন কাহালু, দুপচাঁচিয়া ও আদমদিঘী উপজেলার ১৮২ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি উপজেলায় ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন চলাকালে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে মোট ১০ টি মামলায় ১০ ব্যক্তির ভ্রাম্যমাণ আদালতে ২২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বিছিন্ন কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।