বগুড়ার তিন উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু
বগুড়া অফিসঃ
বুধবার সকাল ৮টা থেকে তৃতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদের বগুড়া সদর, শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলার নির্বাচন শুরু হয়েছে । নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে মঙ্গলবার। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তিন উপজেলায় ৩৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম থাকবে। ভোট কেন্দ্রে কোন উশৃঙ্খলতা সহ্য করা হবে না। কাউকে ছাড় দেয়া হবে না।
জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, তিন উপজেলা ৩৩২ ভোট কেন্দ্রে ১৫৫৩ জন পুলিশ সদস্য ছাড়াও সাদা পোষাকে দায়িত্বে আছে ডিবি পুলিশ। ৫৭ টি মোবাইল পেট্রোল ও স্ট্রইকিং ফোর্স কাজ করছে।
মঙ্গলবার দুপুর থেকে ভোট কেন্দ্রে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। বগুড়া সদর উপজেলা পরিষদ থেকে উপকরণ সামগ্রী ট্রাকে করে প্রতিটি কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। একই ভাবে শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলা পরিষদ থেকে উপকারণ সামগ্রী ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ (বুধবার) ভোট গ্রহনের পূর্বে ব্যালট পেপার পৌঁছে যাবে এমনটি জানান জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান।
জেলায় সব চেয়ে গুরুত্ব বেশি বগুড়া সদর উপজেলা নির্বাচন। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ২২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ১১৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ২০ হাজার ১০৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৭ জন। সদর উপজেলায় ভোট কেন্দ্র থাকছে ১৪৬ টি এবং ভোটের বুথ থাকবে ১১৬৭ টি। পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, এবার বগুড়া সদরের ১৪৬ টি কেন্দ্রের মধ্যে ৫৪ টি গুরুত্ব পূর্ণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ এবং সাধারণ কেন্দ্র ৯২ টি।
শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৮২২ জন। মহিলা ভোটার ১ লাখ ৬৪ হাজার ২৭০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। ভোট কেন্দ্র ১১৪ টি। ভোটার কক্ষ ৯১৬ টি। এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ২ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন।
জেলার শাজাহানপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ৩১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১৩৩ জন। মহিলা ভোটার ১ লাখ ১৭ হাজার ১৮৪ জন। এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন।
জেলার সব চেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা বগুড়া সদর। এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হলেন- জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। এ ছাড়া সদর উপজেলায় ১৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন। বগুড়া সদরে ত্রিমুখি প্রতিযোগিতার সম্ভাবনা বেশি। শেষ হাসি হাঁসবে ২৯ মে নির্বাচনের ফলাফল দেখে।