কালাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রস্তুতিমূলক সভা
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের অবহিতকরণ ও পরিকল্পনা সভা।
রবিবার(২৬মে) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফয়সল নাহিদ পবিত্র।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, কালাই থানার ভারপ্রাপ্ত (ওসি) ওয়াসিম আল বারী, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক রফিকুল ইসলাম ও ফিরোজ উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই)সায়েম উদ্দীন সহ প্রমুখ। সমাপনী বক্তব্যে সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফয়সল নাহিদ পবিত্র বলেন আগামী ১লা জুন ২০২৪ শনিবার সকাল থেকে দিনব্যাপী জাতীয় ভিটামিন “এ “প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।