জয়পুরহাটে গ্রাম আদালত কার্যক্রমের করণীয় শীর্ষক সভা
অনলাইন ডেস্কঃ
জয়পুরহাটে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার মোহাম্মদ রায়হান, সিনিয়র সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) মৌসুমী হক ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু।
সভায় গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, গ্রামে অনেক ছোট খাটো ঘটনা ঘটলেও এখনও কিছু মানুষ তার প্রতিকার চাইতে থানা বা জেলা আদালতে আসেন। এতে অনেক সময় ও টাকা ব্যয় হয়। এ জাতীয় ছোট-খাটো সমস্যা দ্রুত অল্প খরচে গ্রাম আদালতেই নিষ্পত্তি করা যায়।