জয়পুরহাটে বিএনপি নেতার কবর জিয়ারত

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে বিএনপি নেতা মরহুম আব্দুস সোবহান এর রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।

মঙ্গলবার দুপুরে গণকবাড়ি এলাকায় কবর জিয়ারতে অংশ নেন তিনি।

মরহুম আব্দুস সোবহান রাজনৈতিক ও ব্যাক্তি জীবনে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জয়পুরহাট জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সিনিয়র সহ- সভাপতি, জেলা কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক, শহর বিএনপির সাবেক সভাপতি,

জয়পুরহাট পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বি আর ডিবির সাবেক চেয়ারম্যান ও জেলা নাগরিক কমিটির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পুরন হবার নয়। তার রুহের মাগফেরাত কামনা করছি।

এ সময় জেলা বিএনপি, তাঁতিদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *