জয়পুরহাটে ২৯ মণ ওজনের সোনামনির দাম ১২ লাখ
অনলাইন ডেস্কঃ
কোরবানীর ঈদকে সামনে রেখে জয়পুরহাটে ব্যাপক গরু লালন-পালন করে থাকেন খামারীরা। এর মধ্যে অনেকে বড় বড় আকৃতির গরুও পালন করেন। তেমনি প্রায় ২৯ মণ ওজনের এক ষাড় গরু পালন করেছেন জয়পুরহাটের জহুরুল ইসলাম মিলন। গরুটির নাম দিয়েছেন সোনামনি। বর্তমানে বিক্রির জন্য দাম চাচ্ছেন ১২ লাখ টাকা। বিশাল আকৃতির এই গরু নজর কাড়ছে জেলাজুড়ে।
আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে জয়পুরহাটে নজর কাড়েছে সদর উপজেলার বিল্লাহ গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম মিলনের ফ্রিজিয়ান জাতের গরু। বাড়ির সবাই আদর করে তাকে ডাকেন সোনামনি নামে। যার ওজন প্রায় ২৯ মণ (প্রায় সাড়ে ১১শ কেজি)। দৈর্ঘ ১০ ফুট ও প্রস্থ ৭ ফুট। কোরবানীর ঈদে গরুটি বিক্রি করে লাভের আশায় খামারী মিলন।
খামারী জহুরুল ইসলাম মিলন বলেন, বছর তিনেক আগে আমার বাড়ির একটি গাভী থেকেই এ গরুটি জন্ম হয়। এরপর থেকেই তাকে সন্তানের মত লালন-পালন করে আসছি। তার নাম দিয়েছি সোনামনি। প্রতিদিন তাকে খাওয়ানো হয় ভুষি, সুজি, ঘাস, খড়, গুড়া, আটা, খৈল, বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন দানাসহ বিভিন্ন দেশীয় খাবার। এতে খরচ হয় আমার প্রায় ১ হাজার টাকা প্রতিদিন। এবার কোরবানীর ঈদের জন্য গরুটিকে বিক্রি করবো।
সোনামনিকে দেখতে প্রতিদিনই তার বাড়িতে আসছেন উৎসুক জনতা। অনেকেই এমন গরু পালনে আগ্রহের কথা জানান।
জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মো রুস্তম আলী বলেন, প্রতিবছর খামারীরা জয়পুরহাট জেলায় দেশী-বিদেশী জাতের বড় বড় গরু পালন করে থাকে। আমরা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে খামারীদের সার্বিক পরামর্শ ও গরুর চিকিৎসা দিচ্ছি। এর মধ্যে বিল্লাহ গ্রামের জহুরুল ইসলাম মিলনের ফ্রিজিয়ান জাতের গরুটি এবার বেশ নজর কেড়েছে। যার ওজন প্রায় ২৯ মণ। একটি নিরাপদ মাংসের গরু সে তৈরী করেছে। আশা করি গরুটি বিক্রি করে সে ভাল দাম পাবে।