বদলগাছী উপজেলায় ২৪ ও ২৫ অর্থ বছরে প্রায় সাড়ে ৪ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের আগামী ২৪ ও ২৫ অর্থ বছরের প্রায় সাড়ে ৪ কোটি টাকার উন্মুক্ত উন্নয়ন বাজেট ঘোষণা করেন গত ২৮/৫/২৪ ইং তারিখ বেলা ১২ টায় পরিষদের কক্ষে চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন।
তিনি ঘোষণা করেন এই বাজেটে ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাট,ব্রীজ কাল ভাট,ইউড্রেন, সহ সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন, কাজ হাতে নেওয়া হয়েছে।
ইউনিয়ন সচিব এম নাহিদ আক্তার বলেন এ ইউনিয়নের আওতায় ১৫৭৪ জন বয়স্ক ভাতা, ৭৪২ জন বিধবা ভাতা,৮৮৪ জন প্রতিবুন্ধী ভাতা,১৩৭ জন মাতৃত্বকালীন ভাতা, ২৩৫ জন ভিজি ডি, সহ সর্ব মোট ৩৫৭২ জনকে মাসিক সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা হয়েছে।
সহ কারী সচিব আনোয়ার হোসেন জানান ১৪৪৮ জন কে টি,সি,বি, ২১২২ জন কে ভিজিএফের আওতায় , ১২৭ জন কে ৪০ দিনের কর্মসূচি আওতায় আনা সম্ভব হয়েছে।
এ সময় মিঠাপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন বাজেটসহ মোট আয় ৪ কোটি ৪১ লাখ ৬৩ হাজার ৯২০ টাকা ও ব্যয় ৪ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৯২০ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন।
ঘোষণা কালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য উজ্জল হোসেন,মোঃ মামুনুর রশীদ, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম,ইউপি সদস্য অসিত কুমার, মোছাঃ মোসলেমা বেগম,মোছাঃ শাহানা বেগম, ইউপির হিসাব সহকারী মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বাজেট ঘোষণা শেষে স্হানীয় এলাকাবাসী গরুর হাট লাগানোর জন্য চেয়ারম্যানের প্রতি আহবান জানান।