জয়পুরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
অনলাইন ডেস্কঃ
জয়পুরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাটের পৌর সভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা,চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্যাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লেবু জুনিয়র সহ-সভাপতি ও মেলার আহবায়ক নূর মোহাম্মদ আজাদ রাবী, চেম্বারের পরিচালক আজম আলী, মোস্তাফিজুর রহমান মিলন, তরিকুল ইসলাম, আইনুল হক রুশো প্রমুখ।