বগুড়ায় আশিক হত্যাকান্ডের ঘটনায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদন্ড

বগুড়া অফিস:
বগুড়ার সারিয়াকান্দিতে আশিক হত্যাকান্ডের ঘটনায় তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও স্ত্রীর পরকীয়া প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।
মৃত্যুদন্ডাদিত আসামিরা হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুটিবাড়ী এলাকার ছফু খাঁর ছেলে শিবলু (২৫), একই উপজেলার রামনগর এলাকার সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া (২৫) এবং আমতলী এলাকার তরিকুল ম-লের ছেলে নাইম ম-ল (২৬)।
যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামি হলেন, মৃত আশিকের স্ত্রী মিনা বেগম (২৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারি পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক খান।
উল্লেখ্য যে, পরকীয়ার জেরে মিনা বেগমের সঙ্গে আশিক মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে মিনা বেগম তার প্রেমিক শিবলু ফকিরের সঙ্গে পরামর্শ করে আশিককে হত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক শিবলু তার দুই সহযোগী শান্ত ও নাইমকে সঙ্গে নেয়। এরপর ২০২০ সালের ২ অক্টোবর বিকালে আশিক ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। দু’দিন পর ৪ অক্টোবর সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার মুখ ঝলসানো মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত আশিকের ভাই আনিস উদ্দিন রাতেই সারিয়াকান্দি থানায় মিনা বেগমসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চারজনকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *