কালাইয়ে ভ্যান চালক হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে কালাইয়ে ভ্যান চালক আবু সালাম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী হারুন অর রশিদ হারুনকে (৩৯) গ্রেফতার করেছে কালাই থানার পুলিশ। শুক্রবার (৩১ মে) দুপুরে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার ঘোলাপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত হারুন অর রশিদ হারুন কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে। রায়ের দিনে সে আদালতে অনুপস্থিত ছিল।

ওসি ওয়াসিম আল বারী জানান, গত ৭ মে ভ্যান ছিনতাইয়ের পর চালক আবু সালামকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যকের ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম হত্যা মামলার মুল আসামী হারুন অর রশিদের অনুপস্থিতিতে এ রায় দেন। রায়ের পর আদালতের সাজা পরোয়ানা মূলে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হবে।

মামলার বিবরনী সুত্রে জানা যায় , ২০০৫ সালের ১২ জানুয়ারী রাতে আসামীরা জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকার ভ্যানচালক আবু সালামকে ভাড়া করে নিয়ে আসেন। এরপর ভ্যান কেড়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে আঁওড়া মহল্লার হাজরাপুকুর নামক স্থানে একটি পুরাতন কবরে লাশ মাটি চাপা দিয়ে রাখেন। পরেরদিন ১৩ জানুয়ারী বিকেলে স্থানীয় লোকজন জীবজন্তু খাওয়া অবস্থায় কবরে লাশের পা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় কালাই থানার তৎকালীন পরিদর্শক মির্জা মোঃ শাহাজাহান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত তিনজন আসামীর মৃত্যুদন্ডের রায় দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কালাই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *