‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন সিনিয়র রোভারমেট সালেহুর রহমান সজীব

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের দেওয়া ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ প্রথম বারের মত অর্জন করেছেন জয়পুরহাট জেলা রোভার।

রোববার (২ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড ঘোষণা করেন   রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. শাহাবুদ্দিন।

স্কাউট আন্দোলনের মাধ্যমে দুঃসাহসিক ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডে জীবনের ওপর ঝুঁকি নিয়ে সাহিসকতাপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতি স্বরূপ  ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ অর্জন করায় সাহসী ও গৌরবময় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ বছর সারাদেশ থেকে ৪ জন রোভার স্কাউটস ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ অর্জন করেন। তারা হলেন— মো. সালেহুর রহমান সজীব জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি জয়পুরহাট জেলা রোভার, ইয়াসিন হোসেন ইমন সহকারী ইউনিট লিডার, স্বদেশ ওপেন স্কাউট গ্রুপ, মো. জসিম উদ্দিন জয় গ্রুপ স্কাউট লিডার, হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ, মো. শাহাদাত হোসেন আপন রোভারমেট, সপ্তনীল মুক্ত মহাদল, বাংলাদেশ স্কাউটস, ঢাকা।

সিনিয়র রোভারমেট প্রতিনিধি সালেহুর রহমান সজীব বলেন, স্কাউট থেকে স্বীকৃতি সবসময়ই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এই আগ্রহ ধরে রেখে ভবিষ্যতে আরও বেশি বেশি সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব। সেই সঙ্গে বাংলাদেশ স্কাউটস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার কাজগুলোকে মূল্যায়ন করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *