বগুড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
বগুড়া অফিসঃ
“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা প্রশাসক চত্ত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সেবা সপ্তাহের কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, এই সেবা সপ্তাহের উদ্দেশ্য হলো নাগরিকরা তাদের জমি সংক্রান্ত বিষয়ে সহজে বুঝতে পারে। ভূমি সপ্তাহ শেষে তারা যেন ভূমি অফিসে সারা বছর উন্নত সেবা পায়। সেবা পাওয়রার অধিকার তাদের আছে। জেলা প্রশাসক চত্ত্বরে তিনটি স্টল থেকে জনগনকে এ সেবা দেয়া হবে। কেউ যেন হয়রানির না হয়। সে বিষয়ে নজর দিতে হবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি.এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) মোছাঃ আফসানা ইয়াসমিন, আরডিসি আব্দুল ওয়াজেদ, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, সহকারি কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।