মার্শাল আর্টে জাতীয় পর্যায়ে বগুড়ার চার পদক বিজয়ী

বগুড়া প্রতিনিধি:

দেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতির অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামাল। গেল শুক্র ও শনিবার (৭-৮) জুন ঢাকার জাতীয় ক্রিড়া পরিষদ ভবনে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয় “শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা -২০২৪।” বিভিন্ন ইভেন্টের একটি ছিল কুশু সান্ডা (চাইনিজ কিক-বক্সিং) প্রতিযোগিতায় বগুড়া থেকে চার জন অংশগ্রহনকারীর চার জনই স্বর্ণপদক সহ বিভিন্ন মেডেল বিজয়ী।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করে শতাধিক দক্ষ খেলোয়াড়। জয়ের লড়াইয়ে প্রায় প্রতিটি খেলোয়াড়কে একদিনেই নিজস্ব ওয়েট ক্যাটাগরিতে খেলতে হয়েছে একাধিক ম্যাচ। বগুড়া থেকে চারজন অংশগ্রহণকারীর মধ্যে স্বাধীন হোসেন ৪৫ কেজিতে স্বর্ণপদক বিজয়ী, খালিদুর রহমান ৮৫ কেজিতে ও সাইদুল আলম ৬০ কেজিতে রৌপ্য পদক বিজয়ী ও সাঁতারে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সহ পাঁচটি পদক ধারি  নাজমুস সাকিব ৭০ কেজিতে মার্শাল আর্টে নিজের প্রাপ্তির খাতা খুললেন তাম্র পদক জেতার মধ্য দিয়ে। বগুড়ার খেলোয়ারদের মতে, তাদের এ অসামান্য  সাফল্যের পিছে তাদের লাওশি (কোচ) তানজির রিয়াদের অবদান অফুরন্ত। তাকে শিক্ষক হিসেবে পেয়ে তারা সৌভাগ্যবান এবং তাঁর প্রশিক্ষণ পদ্ধতি ও অনন্য দিকনির্দেশনায় এই বিজয় এবং সর্বপরি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে ভুল করেন নি খেলোয়াররা। এছাড়াও তাদের পরিবার ও একাডেমির ছাত্রদের রয়েছে যথেষ্ট ভুমিকা ও সমর্থন। জানা গেছে তারা সকলে নিয়মিত চর্চা সহ শৃঙ্খল জীবন যাপন করেন। খেলা শেষে তাদের গলায় মেডেল ও হাতে সার্টিফিকেট তুলে  দিয়ে পুরষ্কৃত করেন বাংলাদেশ কুশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সহ দেশ সেরা অনেক মার্শাল আর্ট গুরু। তাদের কোচ বলেন,”প্রথমত এটা খেলার জন্য তাদের উৎসর্গ এবং কঠোর অনুশীলন। আর তারা তাদের প্রশিক্ষণে বিশ্বাসী এবং মানসিকভাবে আত্মবিশ্বাসী ছিল। সকলেই একদম চ্যাম্পিয়নের মতো খেলেছে যদিও টুর্নামেন্টের আগে প্রায় ২০ দিন আমি দেশের বাহিরে ছিলাম। জাতীয় পর্যায়ে প্রথম বার অংশ গ্রহণেই তাদের এ বাজিমাত একাডেমি ও বগুড়া জেলার জন্য গর্বের। আগামীতে আরও ভালো কিছু হবে ইন- শা-আল্লাহ।”

তবে তাদের সাথে কথা বলে জানা যায়,উচ্চ মানের প্রশিক্ষনের জন্য তাদের তেমন কোনো সুযোগ সুবিধা নেই। এ বিষয়ে বগুড়া জেলা ক্রিড়া সংস্থা যেন তাদের দিকে সুদৃষ্টি রাখে সেটিই তাদের আন্তরিক আবেদন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *