ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা

বগুড়া অফিস:

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে ঐতিহাসিক ৬ দফা দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মেরাজুল ইসলাম ও মেহেদী হাসান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, ৬ দফা আন্দোলন শেখ মুজিবকে করেছে ‘বঙ্গবন্ধু’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ জুন নতুন মাত্রা পায়। ৬ দফা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুচনা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি আদায়ের আন্দোলনে জনমত গড়ে তুলে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তেমনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের এ যাত্রাকে অব্যাহত রাখার জন্য আবারো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ৬ দফা বাঙালী জাতির মুক্তির সনদ হিসেবেও উল্লেখ করা হয়। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এই বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করব।

সমগ্র আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক লাবু মীর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *