আক্কেলপুরে যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার গেজেটে নামের প্রতিবাদে সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক:
যুদ্ধ না করেও জয়পুরহাটের আক্কেপুরে অ-মুক্তিযোদ্ধা আমির উদ্দীনকে জা.মু.কা কর্তৃক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
সোমবার দুপুরে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড অফিসে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আজম।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সালের ১০ আগস্ট প্রকাশিত বেসামরিক ১৭৭৯ নং গেজেটে চিয়ারী গ্রামের আমির আলী নাম আসে। কিন্তু তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তিনি বাংলাদেশের অভ্যন্তরে বা ভারতের কোন ক্যাম্পেই ভর্তি হননি। আমরা চিয়ারীগ্রামে ২৫ জন মুক্তিযোদ্ধা আছি। আমরা জানি সে মুক্তিযোদ্ধা ছিলনা। তাই এই ভূয়া মুক্তিযোদ্ধার গেজেট থেকে নাম বাতিলের দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবিবর রহমান, ইউনিয়ন ডেপুটি কমান্ডার আহম্মদ আলী তালুকদার, যুদ্ধকালীন কমান্ডার আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা আজিম উদ্দীন ও আব্দুল বারী।
তবে এ বিষয়ে অভিযুক্ত আমির উদ্দীন বলেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি ১৯৭১ সালে জীবন বাজী রেখে দেশের জন্য যুদ্ধ করেছি। প্রকৃত ঘটনা হচ্ছে, মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আসাদ জা.মু.কাতে আবেদনের সময় আমার কাছ থেকে ৫ লাখ টাকা চেয়েছিল। কিন্তু আমি সেই টাকা না দেওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মনগড়া অভিযোগ করছে তারা।