কালাইয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

স্মার্ট ভূমি সেবা, স্মার্ট  নাগরিক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।

সোমবার(১০জুন)সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত) কালাই আবিদা সিফাত।

এ সময় আরও  উপস্থিত ছিলেন- কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা,উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী, সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার বাবু মনীশ চৌধুরী সহ প্রমুখ।এবং উপজেলার  ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *