জয়পুরহাটে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা ও বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা র্কমসূচি র্কতৃক পরিচালিত অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে দিনব্যাপী এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইয়্যূথ সদস্য টনি চন্দ্র এর সভাপতিত্বে এবং ইয়ুথ লিডার দিপক চক্রবর্তী এর সঞ্চালনায় বক্তব্য দেন ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, ব্র্যাক প্রধান কার্যালয়ের অধকিার এখানে, এখনই প্রকল্পের সিনিয়র কমিউনিকেশনস এন্ড নলেজ ম্যানজেমন্টে অফিসার চৌধুরী নশীন তাবাস্সুম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহানাজ পারভীন।
প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা যুব সংগঠক মোসা: মুর্শিদা খাতুন বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সর্ম্পকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও শিক্ষা অধিদপ্তরের উদ্যোগসমূহসহ এ্যাডভোকেসি সভার উদ্দেশ্য নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর।
এ্যাডভোকেসি সভায় জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে র্কমরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরির্দশক, পরিবার পরিকল্পনা সহকারী ও বিভিন্ন মাধ্যমকি বদ্যিালয়রে প্রধান শক্ষিক ও প্রকল্প সংশ্লষ্টি ইয়ুথগণ অংশগ্রহণ করনে।
সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলনে, কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র গুলো থেকে কিশোর-কিশোরীদের সেবা প্রহণ এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা সংক্রান্ত আজকের এ্যাডভোকেসি সভা অত্যন্ত গুরুত্বর্পূন। স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনার জন্য বিদ্যালয়ের স্বাস্থ্য সুরক্ষা রুটিনের সাথে মিল রেখে স্যাকমো- দের স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়ন করা যাবে।