বগুড়ায় আলী হাসান হত্যা মামলার এজাহারনামার আসামি সিল্কি গ্রেফতার
বগুড়া অফিস:
বগুড়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোছাঃ সিল্কি বেগমকে (৫২) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোছাঃ সিল্কী বেগম (৫২) বগুড়া সদর উপজেলার শহরদিঘী পশ্চিমপাড়া এলাকার মৃত সিরাজ সওদাগরের স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
মঙ্গলবার (১১ জুন) র্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার অবদা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, বগুড়া সদর উপজেলার মালগ্রাম শান্তিনগর এলাকার মোঃ আলী জিন্নার ছেলে আলী হাসান (৩২) ও সবুজ দুই বন্ধু। ছয় মামলার আসামি আলী হাসান জেলে থাকায় তার বন্ধু সবুজ ও তার বউ পরকিয়া প্রেমে লিপ্ত হয়। পরবর্তীতে তারা আপোষ মিমাংসা করে আবারও একসাথে চলাফেরা করে। এরপর গত ১৪ মে আলী হাসানকে কৌশলে সবুজ তার বাড়িতে নিয়ে যায় এবং ধারালো চাকু দিয়ে তাকে হত্যা করে। হত্যার ঘটনায় ১৫ মে বন্ধু সবুজ সওদাগর ও তার পরিবারের তিন সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের করেন আলী হাসানের বাবা।