জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর প্রথম সভা
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তর ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এইসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, সহ উপজেলার কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার প্রথমে বিদায়ী চেয়ারম্যার মনিরুল শহিদ মুন্না মন্ডল ও ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল নর্ব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানাকে ফুল দিয়ে বরণ করেন।