ধামইরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১১ জুন সকাল ৯ টায় ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ইউএনও আসমা খাতুন ও উদ্বোধক প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী সংক্ষিপ্ত আলোচনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কর্মজীবনের বর্ননা ও সেই আদর্শ শিক্ষার্থীদের মাঝে ধারণ করার আহ্বান জানান। উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই পর্বে বিজয়ী ৯টি বালিকা দল এবং ৯টি বালক দলের মধ্যে সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম মাজেদ, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, আপেল মাহমুদ, শাফিউজ্জামান, ইউ আর সি ইন্সট্রাক্টর খুরশিদা পারভীন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবীর, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, আবু সালেহ, মেরি ক্লেতিন্ডা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।