শপথ নিলেন পাঁচবিবি উপজেলার প্রথম নারী চেয়ারম্যান শিখা
অনলাইন ডেস্ক:
মঙ্গলবার বিকাল ৩’টায় রাজশাহী শিল্পকলা একাডেমি ভবনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীরের নিকট শপথ গ্রহন করলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের নব নির্বাচিত সর্বকনিষ্ঠ প্রথম নারী চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা।
এসময় শিখা সহ রাজশাহী বিভাগের ১৯’টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেন। শপথ গ্রহন অনুষ্ঠানে পুলিশের উধ্বত্বন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
গত ২১’মে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮,৩০৯ ভোট পেয়ে দেশের একমাত্র সর্বকনিষ্ঠ নারী চেয়ারম্যান নির্বাচিত হয় সাবেকুন নাহার শিখা নির্বাচিত হন।