কালাইয়ে ডোবায় পরে শিশুর মৃত্যু 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে রাহাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন)  দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি  উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখপুর গ্রামের সেলিম রহমান এর ছেলে।

প্রতিবেশীরা জানায়, শিশু রাহাত দুপুরে তার গ্রামে বাবা সেলিমের সাথে মজলিস খেতে যায়। পরে সেলিম তার ছেলেকে বাড়ি রেখে বাজার  খরচ করতে যায়। এদিকে শিশু রাহাত বাঁশের কনচিতে সুতা লাগিয়ে বাড়ির সামনে পুকুরে গেলে শিশুটির মা ইতুর চোখে পড়লে তখনই তাকে বাড়িতে নিয়ে যায়। শিশুকে বাড়িতে রেখে মা গরুর গবর তোলার কাজে যায়। কাজ শেষে মা শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে বিকালে তার পুকুরে যাওয়ার কথা মনে পড়লে সেখানে গিয়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন,কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে ওই শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *