জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভটভটি চালক নিহত
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম চারমাথা এলাকার হিলি বাইপাস সড়কে দ্রুতগামীর একটি ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় আহত হয়েছেন জাহিদুল ইসলাম নামে একজন।
নিহত মোস্তাফিজুর রহমান সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়ার বাবলুর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম চারমাথা-হিলি বাইপাস সড়ক থেকে শুকানো খড় ভটভটিতে তুলছিলেন চালক মোস্তাফিজুর ও সহকারী জাহিদুল। এসময় পেছন থেকে দ্রুতগামীর একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে ভটভটি সড়কের পাশে পড়ে যায়৷ এতে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করালে মোস্তাফিজের অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।