শাহজাহানপুরে আরকে ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বগুড়া অফিস:
বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আর.কে মেমোরিয়াল কর্দ ফাউন্ডেশন এর উদ্যোগে মন্ডল পাড়া-জামালপুর (নয়মাইল) এলাকার এস.এস.সি/দাখিল পরীক্ষা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের নিয়ে শাহজাহানপুর বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় ২১ জুন-২৪ শুক্রবার এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ সোহরাব হোসেন ছানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোঃ আবুল আলম। এছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষানিরাগী ব্যাক্তিবর্গ, স্থানীয় উদ্দ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।