বগুড়ার নতুন পুলিশ সুপার জাকির হাসান
বগুড়া অফিস:
বগুড়া জেলা পুলিশের অভিভাবক হিসাবে যোগদান করছেন জাকির হাসান পিপিএম। রবিবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বগুড়া জেলা পুলিশ সুপার হিসাবে যোগদানের এই তথ্য জানা যায়।
এর আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বরত ছিলেন। ২০২৩ সালে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সেবা, কর্মদক্ষতা ও অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হয়েছে পুলিশ সুপার মো. জাকির হাসান।
প্রসঙ্গত, এসপি মো. জাকির হাসান ২৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে র্যাবের এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরি জীবন শুরু করেন। বুয়েট থেকে বিএসসি সম্পন্ন করা এ কর্মকর্তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায়।