মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বগুড়া অফিস:
র্যাবের যৌথ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শাহ আলম (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, দিনাজপুরের হাকিমপুর থানার লোহাচড়া এলাকার মোঃ মজনুর ছেলে মোঃ শাহ আলম (৩৮)। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
রোববার (২৩ জুন) র্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র্যাব-১২ বগুড়া ও র্যাব-১১ নরসিংদী একটি যৌথ অভিযান চালায়। অভিযানে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুরের হাকিমপুর থানায় পাঠানো হয়েছে।