কালাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় খাবারের আয়োজন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় বসুন্ধরা শুভসংঘের সদস্যদের উদ্যোগে দুপুরের এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা করা হয়।

আজ সোমবার(২৩)দুপুরে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রামের ধাপপাড়া মাজিদিয়া হাফেজিয়া মাদরাসার একটি এতিমখানায় ওই আয়োজন করা হয়। এতে প্রায় ৩০ জন এতিম বাচ্চা অংশ নেয়।

এই সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কালাই উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কালের কণ্ঠের কালাই উপজেলা প্রতিনিধি এস এম আব্দুল্লাহ সউদ এবং শুভসংঘের মহিলা সদস্য নাবিলা ফারহা সুমাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় তারা নিজ হাতে এতিম বাচ্চাদের মাঝে খাবার পরিবেশন করেন। খাবারের মেন্যুতে ছিল পোলাও, মাংস, সবজি, সালাদ এবং মিষ্টান্ন।

রাসেল আহমেদ বলেন,আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করা। এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা তাদের মুখে হাসি ফোটাতে চাই এবং তাদের জীবনে কিছুটা হলেও আনন্দ যোগ করতে চাই।

বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এতিমখানার প্রধান মোঃগোলাম রসুল বলেন, ‘শুভসংঘ যে ধরনের মানবিক কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। তাদের এই কর্মকাণ্ড সত্যিই অনুপ্রেরণামূলক। তারা এই এতিম শিশুদের জন্য একবেলা খাবার প্রদান করল। এ ধরনের আয়োজন এতিম শিশুদের মনে আনন্দের পাশাপাশি উৎসাহ যুগিয়েছে।

বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগটি সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনকে অনুপ্রাণিত করবে বলেও আশা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *