কারাগারের ছাদ কেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক ৪ আসামি গ্রেফতার
বগুড়া অফিস:
বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ৪ আসামিকে কয়েক ঘন্টার ব্যবধানে আবারও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩ টার দিকে কারাগারের ছাদ কেটে পালিয়ে যায় তারা। রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া চারজনই বিভিন্ন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দির আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া ও বগুড়ার কুটুরবাড়ী পশ্চিমপাড়ার ফরিদ শেখ।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আসামিরা তাদের ব্যবহার করা বিছানার চাদরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে। সুযোগ মতো কারাগারের ছাদ কেটে বাইরে বের হন। এরপর কারাগারের সীমানা প্রাচীর টপকে মঙ্গলবার মধ্যরাতে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে আমাদের জানানো হয়। কারাগার থেকে তাদের ছবি দেওয়া হয় আমাদের। আমরা সেই অনুযায়ী রাতেই অভিযান শুরু করি। পরে ভোররাতে তাদের চাষীবাজার থেকে আবারও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হলে কারাগারের সুপার এসে তাদের শনাক্ত করেন।’
সুদীপ কুমার চক্রবর্তী আরও জানান, এই ঘটনায় একটি মামলা হবে। মামলায় তাদের আবারও আদালতে তোলা হবে।