কালাইয়ে বোরো ধান ও আলু জমিতে পানি সেচের মূল্য নির্ধারণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে বোরো ধান ও আলু জমিতে পানি সেচের বিষয়ে এক আলোচনা আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার(২৫জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে উপজেলার পাঁচ ইউনিয়ন ও একটি পৌরসভার সহ গভীর নলকূপের মালিকও কৃষকের মধ্যে বোরো ধান ও আলুর জমিতে পানি সেচার টাকা নির্ধারণ করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়।আরও উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বাবু  মনীশ চৌধুরী সহপ্রমুখ।

এ সময় উপজলা সরকারি দপ্তরের বিভিন্ন  কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, বোরো ধানের জমিতে শতক প্রতি পানি সেচের মূল্য ৪০ টাকা প্রতি বিঘা মূল্য ১৩০০ টাকা এবং

আলু প্রতি শতক ৩০ টাকা হিসাবে বিঘা প্রতি ১০০০ টাকা নির্ধারণ করেন। পানি সেচের বিষয়ে চলতি মৌসুমে গভীর নলকূপ মালিকেরা কৃষকের কাছ থেকে বিঘা প্রতি অতিরিক্ত যে টাকা নিয়েছেন সেই টাকা আগামী মৌসুমে বাদ দিয়ে পানি সেচের টাকা নির্ধারণ করে দিবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *