বগুড়া সংস্কৃতি সভার আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
বগুড়া অফিস:
বৃহস্পতিবার বিকেলে বগুড়া সংস্কৃতি সভার আয়োজনে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্ত্বরে রোমেনা আফাজ মুক্ত মঞ্চে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ঈশান সামীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। সংগঠনের সাধারণ সম্পাদক প্রান্তিক অরণ্যের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জেএম রউফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব লায়ন আতিকুর রহমান মিঠু, আসাদ হোসেন, সদস্য রবিউল করিম হৃদয়। বগুড়া সংস্কৃতি সভার কার্য নির্বাহী সদস্য শফিকুল ইসলাম শ্যামল যন্ত্রসংগীত বিভাগে বগুড়া জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০২৩ সম্মাননা প্রাপ্ত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। এদিন বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়া সংস্কৃতি সভার শিল্পীরা গান ও কবিতা আবৃত্তি করেন।