বগুড়ায় সপ্তাহের ব্যবধানে তৃতীয়বার ট্রেনের বগি লাইনচ্যুত
বগুড়া অফিস:
বগুড়ায় এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী কলেজ ট্রেনের ২ টি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৮টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় ২ নম্বর লাইনে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়।
তবে স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক আছে। এর আগে গত রোববার রাতে গাবতলী স্টেশনে প্রবেশের সময় এই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছিল।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান।