কালাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি জনিত বিদায় সংবর্ধনা
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে কালাই উপজেলার সকল প্রেসক্লাবের সাংবাদিক কর্মীদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআবুল হায়াত এর বদলি জনিত বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২জুলাই) বিকাল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন,বিদায়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা আবুল হায়াত,কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম সেলিম সরোয়ার শিপন, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান
প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লাইনর।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের ডাক,সংবাদকর্মী মিজানুর রহমান,ঢাকা প্রতিদিন ও ৭১ টিভির তানভীরুল ইসলাম রিগ্যান, ভোরের দর্পণের আসাদুজ্জামান নয়ন,আমাদের সময়ের আব্দুর নুর নাহিদ, কালের কন্ঠের সউদ আব্দুল্লাহ, দৈনিক বাংলার রাব্বিউল হাসান,দৈনিক মুক্ত খবরের ফারুক হোসেন,দৈনিক বাংলাদেশ সমাচারের মোকাররম হোসাইন,আমার সংবাদের রনি আকন্দ,সংবাদকর্মী রকিবুল হাসান,আব্দুল হাই সহপ্রমুখ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত কালাই উপজেলায় ২০২৩ সালের ১২ ডিসেম্বর যোগদান করেন। তিনি এ উপজেলায় ৬ মাসের অধিক দায়িত্বপালন করেন। তার পরবর্তী কর্মস্থল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা।
বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।