বগুড়ায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
বগুড়া অফিস:
বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নয়মাইল বাসষ্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাফুনিয়া বৈঠাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।
জানা গেছে, বগুড়ার শাজাহানপুরের নয়মাইল হাট থেকে বের হয়ে বৃদ্ধ লোকটি পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পারাপার হচ্ছিল। তখন শেরপুর থেকে বগুড়াগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। ট্রাক চাপায় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।
এ বিষয়ে বগুড়ার শাজাহানপুরের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহত বৃদ্ধের মরদেহ হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।