ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল যমজ ভাই রাম-লক্ষনের
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ৭ জুলাই (রবিবার) দুপুর ২ টার দিকে ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামে এ ঘটনা ঘটে। নিতহ দুই শিশুর নাম লক্ষণ (৩) ও রাম(৩)। তারা উভয়ে একই গ্রামের সুজিত ওরাওঁ এর যমজ সন্তান। দুই সন্তানকে চিরতরে হারিয়ে দিশেহারা হয়েছেন মা-বাবা।
পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলহিল মাহমুদ চৌধুরী।
স্থানীয় ইউপি সদস্য আবু সালাম বলেন, সকালের খাবার খেয়ে ওই দুই ভাই বাড়ির পাশে খেলতে থাকে। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুই ভাই বাড়ির সামনে পুকুরে ডুবে যায়। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে দু’জনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী পিপিএম,বিপিএম বলেন , ‘দুই যমজ শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই হয়তো তারা আকস্মিক ভাবে পানিতে ডুবে মারা গেছে।’