কোটা ইস্যুতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
বগুড়া অফিস:
কোটাকে ইস্যু করে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে বগুড়ায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় বীরমুক্তিযোদ্ধার সন্তান ঐক্যজোট জেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
বীরমুক্তিযোদ্ধার সন্তান ঐক্যজোটের আহবায়ক এ.এইচ.এম সুলতান মাহমুদ প্রিন্স এর সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমান সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, আব্দুর রউফ খান, মোঃ আব্দুল বারী, সন্তান কমান্ডের সভাপতি পাভেল রানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ডের সভাপতি শাহিনুজ্জামান শাহিন, সাধারন সম্পাদক সোহেল রানা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সাধারন সম্পাদক রাশেদুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক আহসান কবীর জিতু, সাংগঠনিক সম্পাদক সজিব উদ্দিন, সন্তান কমান্ডের সদস্য মশিউর রহমান বিপ্লব, ওবায়দুর রহমান, কামরুজ্জামান স্বপন, রনজু সরকার, শাকিল মাহমুদ, অমিতাভ সাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কোটাকে ইস্যু করে স্বাধীনতার চেতনা বিরোধী সকল শক্তিকে প্রতিহত করতে হবে। আমরা দেশের প্রচলিত আইনকে শ্রদ্ধা করি। মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি। কোটা বিষয়ে বীরমুক্তিযোদ্ধার সন্তানরা আদালতের আশ্রয় নিয়েছে। কোটা আমাদের জাতির পিতার দেয়া উপহার। এই কোটা স্বাধীনতার পর মাত্র কয়েক বছর কার্যকর ছিল। যেখানে বীর মুক্তিযোদ্ধার খুব কম সংখ্যক সন্তানরা এই সুবিধা নিতে পেরেছেন।
বক্তারা আরও বলেন, সারা বিশ্বের ন্যায় সুষম বণ্টনের জন্য নারী কোটা, প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটার প্রয়োজনীয়তা আছে। যারা কোটার নামে দেশবিরোধী, সরকার বিরোধী ষড়যন্ত্র করছে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। সেই সাথে কোটা বিরোধীরা রাজপথ না ছাড়লে আমরাও তাদের প্রতিহত করতে রাজপথ ছাড়বো না।