পত্নীতলায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
পত্নীতলায় উপজেলার দিবর ইউপির উত্তরামপুর গ্রামে শুক্রবার সাপের কাপড়ে মরিয়ম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানাগেছে, উপজেলার দিবর ইউপির উত্তরামপুর গ্রামের বাবুল আক্তার এর সাত বছরের শিশু কন্যা মরিয়ম বাড়ির বাহিরে বারান্দায় খেলার সময় একটি গোখরো সাপ কাপড় দেয়। বাড়ির লোকজন সহ স্থানীয়রা সাপটি তাৎখনিক মেরে শিশুটিকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত ডাক্তার শিশু মরিয়মকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে পত্নীতলা থানা ও পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সাথে যোগাযোগ করলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।