বগুড়ায় হিন্দোল একাডেমীর আয়োজনে বর্ষামঙ্গল অনুষ্ঠিত

বগুড়া অফিস:

সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠন ‘হিন্দোল একাডেমী’ বগুড়ার আয়োজনে বর্ষামঙ্গল ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সন্ধায় জেলার পুরাতন শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সুস্থ্য সংস্কৃতি ও সাহিত্য চর্চায় মানবিক বিকাশ’ স্লোগানকে প্রতিপাদ্য করে হিন্দোল একাডেমী বগুড়া ব্যতিক্রমী ভাবনায় শুদ্ধতার মানসে বগুড়ায় সংস্কৃতি চর্চা করে আসছে।

হিন্দোল একাডেমী কর্তৃক আয়োজিত বর্ষামঙ্গল ১৪৩১ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান পরিবেশনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না।

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রেজাউন নবী।

বিশেষ অতিথিদের মাঝে ছিলেন বগুড়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কমল কৃষ্ণ চক্রবর্তী , সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সিনিয়র সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হিন্দোল একাডেমী বগুড়ার সাধারণ সম্পাদক সোবহানী বাপ্পী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি মো: আব্দুর রব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দোল একাডেমী বগুড়ার শিক্ষার্থী মাশসারাত মুসতারি তাহিয়া।

সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দোল সাংস্কৃতিক একাডেমির সদস্যবৃন্দের মাঝে বর্ষার গান ও কবিতা আবৃত্তি করেন বায়েজীদ নিবিড়, তাহিয়া, জানজিলা, প্রকৃতি , তনুশ্রী, দিঘী, সিনজা, সৃজন, আরাধ্যা, প্রীতি, হৃদিকা, তৃষান।

সবশেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ জারী গান ‘ক’ বিভাগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় হিন্দোল একাডেমী বগুড়ার শিক্ষার্থী মাশসারাত মুসতারি তাহিয়াকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করা হয়। বর্ষামঙ্গলে হিন্দোল একাডেমী বগুড়ার শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *