বগুড়ায় পুকুর থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
বগুড়া অফিস:
বগুড়ার শেরপুরে তামিম হোসেন (১৪) নামে এক কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার আমইন এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তামিম ওই এলাকার মুকুল আকন্দের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম। জানা গেছে, বুধবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তামিম। এরপর রাত ৮টার দিকে তার বাবার থানায় এসে ছেলে হারানো সংক্রান্ত জিডি করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রামের লোকজন তামিমের বাড়ির পাশে হান্নানের পুকুরে বস্তা ভাসতে দেখে তুলে আনে। তখন বস্তা খুলে তামিমের লাশ পাওয়া যায়।
এ বিষয়ে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, খবর পেয়ে বেলা ১২ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের গলায় রশি দিয়ে ফাঁস দেয়া ছিল। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তামিমকে হত্যার পর লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়া হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।