বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

বগুড়া অফিস:

বগুড়ায় নবাগত পুলিশ সুপার জাকির হাসানের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার জাকির হাসান। বক্তব্যে তিনি বলেন, আমি বগুড়ায় নতুন যোগদান করেছি। আপনাদের সহযোগিতায় বগুড়ার সমস্যাগুলো নিয়ে কাজ করবো। ২৪ ঘন্টা পুলিশ-সাংবাদিক মাঠে কাজ করেন। আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। আমি সবসময় আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, জনগণের কাঙ্খিত সেবা দেওয়ায় হবে আমাদের কাজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি, ছিনতাই, মাদক, বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে ও কিশোর গ্যাংসহ সব ধরনের গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করবে পুলিশ। সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে দিকে নজর থাকবে পুলিশের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, সুমন রঞ্জন সরকার, মোঃ শরাফত ইসলাম, বগুড়ার সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোরগ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরাতে, হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশের ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বগুড়ায় যানজট নিরসন ও সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *