পাঁচবিবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে উপজেলা চেয়ারম্যান এর মতবিনিময় সভা 

অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেছেন পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেকুন নাহার শিখা।
রবিবার সকালে পাঁচবিবি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করছে এবং করে যাবে। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা সকল সম্প্রদায়ের মানুষ জনের জানমাল রক্ষার্থে সর্বদা প্রস্তুত আছি। যেখানেই এ ধরনের সংবাদ পাচ্ছি সেখানেই আমাদের টিমের সদস্যদের পাঠিয়ে দিয়ে সার্বিক সহযোগিতা করছি। রাস্তায় শৃঙ্খলা ফেরানো এবং বাজার মনিটরিং এর কাজ আমরা করে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কাজ অব্যাহত থাকবে।
এসময় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদুস সালেহীন, তাসরিফ আহমেদ সাব্বির, সিয়াম হোসেন জাসেদ, নাজমুল হোসেন নাহিদ, এযাজ তেহাসী, ইনতেসাম আহমেদ, মুন্না  প্রমুখ।
পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেকুন নাহার শিখা বলেন, পাঁচবিবি উপজেলার সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের মানুষেরা উপর  যেন কোন হামলা ও সহিংসতা না হয় সেজন্য আমাদের টিম কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের বাড়িঘর ও মন্দিরে পাহাড়া টিম কাজ করে যাবে। শিক্ষার্থীরা যেন তাদের কর্যক্রম যেমনঃ রাস্তায় শৃঙ্খলা ফেরানো ও বাজার মনিটরিং স্বাচ্ছন্দে করতে পারে আমি তাদের সাথে আছি। রাষ্ট্র সংস্কারের জন্য যে কাজ করা দরকার আমি তাতে সর্বোচ্চ সহযোগিতা করতেছি এবং ভবিষ্যৎতেও করব।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *