পত্নীতলায় আইন শৃংখলা সমুন্নত রাখতে বিজিবি’র সভা অনুষ্ঠিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
দেশের চলমান পরিস্থিতিতে পত্নীতলায় উপজেলায় আইন শৃংখলা সমুন্নত রাখতে সীমান্তবতী সনাতন ধর্মলম্বী সহ অন্যান্য সম্প্রদায়ের সাথে ১৪ বিজিবি পত্নীতলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪-বিজিবি পত্নীতলার সিও লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ বিজিবিএমএস, পিএসসি।
প্রধান অতিথি এসময় বলেন বর্তমান বিরাজমান পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী সনাতন ধর্মলম্বীদের জনসাধারণের জান-মাল রক্ষায় এবং তাদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ইতোমধ্যে ১৪ বিজিবি আস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং বর্তমান পরিস্থিতে ভয়-ভীতি না পেয়ে নিজ এলাকায় সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দৈনন্দিন কাজ পরিচালনা এবং কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো এবং কোনভাবেই গুজব ও উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে (ছবি/ভিডিও) প্রচারিত না হয় সে ব্যাপারে উপস্থিত সকলকে সর্তক থাকতে অনুরোধ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন আহমেদ, পাটিচরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান, ইউপি সদস্য ইউছুফ আলী, কাশীপুর পুজা উদযাপন কমিটির সভাপতি সুজন কুমার মন্ডল, পত্নীতলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক পরেশ টুডু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে মুক্তারুল ইসলাম, স্বাধীন, জান্নাত, রাকিন, রিপন কুমার শিল, সমন্বয়ক মারুফ হোসেন, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, শিক্ষক মন্ডলী, অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য আমন্ত্রিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।