জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি
অনলাইন ডেস্ক:
কোটা আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জয়পুরহাটে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে জেলা বিএনপি।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে জয়পুরহাট চিনিকল রোড থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি মিছিল বের করে।
মিছিলে শত শত জনতা খুনি হাসিনা ও তার দোসর সহ সকলের ফাসির দাবিতে স্লোগান দিতে থাকে।