জয়পুরহাটে বৈষম্য বিরোধী ও কোটা আন্দোলনে শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে বৈষম্য বিরোধী ও কোটা আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্মরণে দোয়া  ও সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টায় শহরের শান্তিনগর জামে মসজিদে জেলা ইমাম কল্যাণ সংস্থার আয়োজনে এই দোয়া মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়।

এসময় জেলা ইমাম কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি আনাস পারভেজ ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।

বক্তব্য শেষে ছাত্র আন্দোলনে সকল শহীদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে  বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি  আবু বকর সিদ্দিক,  দিগন্ত টেলিভিশনের জেলা  প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি  মাশরেকুল, আলম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মাসুদ রানা, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও প্রেসক্লাবের সদস্য  আব্দুল আলীম কে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের লাইব্রেরি সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য মাহফুজ রহমান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *