মিশনের ডাক্তার, সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে চার্চ্চেস অব গড মিশনের চলমান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন করেছে মিশনের শিক্ষক-কর্মচারী ও বাসিন্দারা।
সোমবার বেলা ১১টার দিকে খঞ্জনপুর মিশন মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, চার্চ্চেস অফ গড মিশনের কান্ট্রি ডিরেক্টর ডাঃ জন থিওটনিয়াস কস্তা, সভাপতি ডোনাল্ড দাস, সম্পাদক এডুইন মিলন দাস বিগত সরকারের সহযোগিতায় মানবাধিকার লঙ্ঘন, ফ্রি চক্ষু চিকিৎসার জন্য আশা অনুদান আত্মসাৎ, মিশরের হাসপাতালের সেবা দান বৃদ্ধি করে টাকা আত্মসাৎ, বৃক্ষ রোপনের নামে ভুয়া কাগজপত্র দেখিয়ে টাকা আত্মসাৎ, ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা প্রদান করে অর্থ আত্মসাতসহ নানা অপকর্ম করেছে। এসব অপকর্মের কারণে তাদের পদত্যাগসহ বিচারের দাবি করেন তারা।
সেখানে তারা সেনাবাহিনীর সদস্যদের কাছে লিখিত অভিযোগ জানান। পরে সেনাবাহিনী তাদের সাথে কথা বলেন।
এসময় মিশনের সদস্য দোলন সরকার বলেন, আমাদের মিশনের অনেক সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো নিয়ম অনুযায়ী আমরা চাষাবাদ করবো, সেটিও আমাদের না দিয়ে বাইরের লোককে দেওয়া হয়েছে। আমরা এখানকার দায়িত্বে থাকা ডিরেক্টর, সভাপতি ও সম্পাদকের দুর্নীতির অভিযোগ সেনাবাহিনীকে জানিয়েছি। তারা আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় চেয়েছেন। এর মধ্যে বিষয়টি সমাধান করবেন বলে সেনাবাহিনী আমাদের আশস্ত করেছেন।