আইডিইবি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুল বাতেন
স্টাফ রিপোর্টার:
ইন্জিনিয়ারদের সংগঠন আইডিইবি’র অন্তর্বতীকালিন কেন্দ্রীয় কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জয়পুরহাটের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও তরুন উদ্যোক্তা প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন।
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) অন্তর্বতীকালিন কেন্দ্রীয় কমিটি ৯ সেপ্টেম্বর কাকরাইলের আইডিইবি ভবনে কমিটি ঘোষণা করেন পেশাজীবি পরিষদের নেতা সাংবাদিক রুহুল আমিন গাজী।
প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০০৮-০৯ শিক্ষা বর্ষে ডিপ্লোমা শেষ করেন। পরে তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন উদ্যোক্তার সাথে জরিত এবং সমাজকর্মী হিসেবে এলাকায় ব্যাপক কাজ করেন। ডিপ্লোমা পড়াশোনা শেষেই আইডিইবি সদস্য পদ লাভ করেন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা ও জাতীয় ইস্যুতে কাজ করেন এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন বলেন,আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন,ইন্জিনিয়ারদের জাতীয় এ সংগঠনটি বিগত সময়ে পেশাদারীত্বের সাথে কাজ না করে দলীয় লেজর ভিত্তিক কাজ করেছে। বর্তমান এই কমিটি সকল বৈষম্য দূর করে ইন্জিনিয়ারদের উন্নয়নে কাজ করবে।