কালাইয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষ্যে আলোচনা সভা
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাট জেলার কালাই উপজেলার প্রানকেন্দ্র পাঁচশিরা অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কালাই শাখার আয়োজনে “গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন ” এই প্রতিপাদ্য নিয়ে ০১-৩০ সেপ্টেম্বর-২৪ গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা ব্যাংকের অডিটোরিয়ামে ৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে কালাই শাখার ব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া অঞ্চল প্রধান শহিদুল্লাহ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বগুড়া জোনের এসপিও মোঃ রবিউল ইসলাম। এছাড়াও ইসলামী ব্যাক্তিত্ব আলহাজ্ব মাওঃ নুরুজ্জামান সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা, জামায়াতের আমীর আব্দুর রউফ, আব্দুল আলীম, মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, ইমাম, প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ম্যানেজার অপারেশন মোঃ গিয়াস উদ্দিন।